পৌরসভা পরিচিতি
মেঘনা.পুরাতন ব্রহ্মপুত্র,শীতলক্ষ্যা,আড়িয়াল খাঁ বিধেৌত একটি প্রাচীন জনপদ নরসিংদী। নরসিংদীতে রয়েছে গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য। দ্বাদশ শতাব্দীর প্রথমদিকে বাংলার সেন রাজত্বের সময় নরসিংহনামে একজন সামন্ত রাজা বর্তমান নরসিংদী শহরের পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদের একটি প্রাচীন খাতের পশ্চিম তীরে নরসিংহপুর নামে নগর পতিষ্ঠা করেন অনেকের মধ্যে পরবতী কালে নরসিংহপুর থেকে নরসিংদী নামের উৎপত্তি। নরসিংদী পৌর এলাকা, শিবপুর,মনোহরদী,রায়পুরা, পলাশ,বেলাব ও নরসিংদী সদর উপজেলা নিয়ে নরসিংদী জেলা প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৪ খিষ্ট্রাব্দে। ১৯৭৮ সালে প্রতিষ্টিত হয় মহকুমা এর পূবে নরসিংদী ছিল নারায়নগঞ্জ মহকুমার অন্তগত একটি থানা সদর শহর। নরসিংদী পৌরসভা ঘটিত হয় ১৯৭২ খ্রিষ্ট্রাব্দে। এই জনপদটি বাংলাদেশের প্রাচীন জনপদের অন্তর্ভূক্ত। বিশেষ করে এই জেলার উত্তাঞ্চল লাল মাটির গৈরিকপাহাড়ী ভূমিতে নব্যপ্রস্তর যুগের মানব সভ্যতার নির্দশন আবিস্কৃত হয়েছে। নরসিংদীতে আদি ঐতিহাসিক যুগে যে সভ্যতার বিকাশ ঘটেছিল তারই ধারাবাহিকতার বিংশ শতকের সত্তরের দশক থেকে নরসিংদী পৌর এলাকার আধুনিক নগর সভতার বিকাশ ঘটেছিল আকর্ষনীয় ভাবে। নরসিংদী পৌর এলাকার উল্লেখ যোগ্য ঐতিহ্য হচ্ছে তাতঁ শিল্প। বাংলাদেশের তাতঁ বস্ত্রের চাহিদা প্রায় সিংহভাগ পূরন করেছে এই শহরের তাতঁ শিল্প। প্রাচীন ও মধ্যযুগের বিশ্ব বিখ্যাত মসলিন এই অঞ্চলেই উৎপাদিত হতো। আমাদের মহান মুক্তিযোদ্বের গৌরবময় ইতিহাসে এই পৌরসভার এলাকার অসংখ্য বীর মুক্তিযোদ্বের নাম স্বণাক্ষরে লিপিবদ্ধ রহেছে। রাজধানী ঢাকার অতি নিকটে বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম শিল্প নগরী নরসিংদী পৌরসভা এলাকা। ২০.০১.১৯৭২ খ্রিষ্ট্রাব্দে ‘গ’ শেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্টা লাভের পর এই পৌরসভা “খ” শ্রেণীতে উন্নীত হয়েছে ০১.০৭.১৯৭৮ খ্রিষ্ট্রাব্দে । এর পর ১৯৮৪ খ্রিষ্ট্রাব্দে এই শহরটি নরসিংদী জেলার সদর হিসেবে পরিচিত লাভ করে। শহরের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় এ সময়। ২৬.০৮.১৯৯৬ খ্রিষ্ট্রাব্দে নরসিংদী পৌরসভা “ক” শ্রেণীতে উন্নীত হয়। সমৃদ্ধ ঘটতে থাকে শিল্প সমৃদ্ধি নগরী হিসেবে। একদিকে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ অন্যদিকে রাস্তা, ড্রেন,কালভার্ট,ব্রিজ অন্যাদিকে আধুনিক বাস টার্মিনাল,পৌর শিশু পার্কসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মানের প্রয়োজনীয় দেখা দেয় মারাত্নক ভাবে। একদিকে নাগরিক দায়িত্ব পালন অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে সেবার মান উন্নয়ন এই দু’য়ের মধ্যে ব্যবধান ছিল ব্যাপক। পৌরসভার মেয়র জনাব লোকমান হোসেন এই নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্বভার গ্রহন করেন ২৪.০১.২০০৪ খ্রিষ্ট্রাব্দে। বর্তমান পরিষদ দায়িত্বভার গ্রহনের পরপরই অনুভাবন করেন যে, নরসিংদী এলাকার নানাবিধ সম্ভাবনার পাশাপাশি সমস্যার স্বরুপও বহুমুখী। চাহিদার ব্যাপকতা ও অপরিহার্য প্রয়োজন সমূহ পূরনে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতার বিষয়টিকে গুরুত্বের সাথে অনুধাবন করেন। ইতিপূবে এই পৌরসভা UGHP অন্তর্ভূক্ত হলেও এর বাস্তব কার্যক্রমশুরু হয় বর্তমান পরিষদের দায়িত্বভার গহনের পর থেকে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিটি শর্ত পূরন করে প্রতিটি কার্যক্রম বাস্তবায়ন করার কল্পে এই পৌরসভা কর্মদক্ষদা ও মূল্যায়নের প্রথম স্থান অধিকার করে দুকোটি টাকা পুরস্কার পেয়েছে। আর পৌরসভার মেয়র জনাব লোকমান হোসেন বাংলাদেশের পৌরসভাসমূহের মেয়রদের মধ্যে শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বর্ণ পদক লাভ করেছেন । UGHP ও অন্যান্য প্রকল্পের অর্থায়নে এই পৌরসভা এলাকার পরিবেশ উণ্নয়নের পাশাপাশি রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামো তৈয়ারী করা হয়েছে। অর্থাৎ UGHP এর মত সহায়ক শক্তির সহায়তায় নরসিংদী পৌরসভায় আধুনিক নগর সভ্যতার ছোয়া লেগেয়ে শোভনীয় ভাবে। বতর্মানে অত্র পৌরসভার সিটি রিজিওন প্রকল্পের আওতায় পৌরসভা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান।